আমাদের Gmail এ প্রচুর মেল জমা হয় যে গুলো ডিলিট করতে বেশ কিছু
সময় লাগে যেটা আমাদের কাছে খুব বিরক্তি কর লাগে।কিন্তু এবার সহজে খুব কম
সময়ে যতই মেল থাকুক না কেন একবারে ডিলিট হবে।কি ভাবে করবেন…প্রথমে জিমেল
এ্যকাউন্ট ওপেন করে ইন বক্স এ যান All সিলেক্ট করুন দেখুন “Select all conversation that match this search”
লেখা আসবে ওখানে ক্লিক করে সিলেক্ট করুন তার পর “Delete” বটনে ক্লিক করে
“Ok” টিপুন।সুবিধার জন্য ১ -২-৩ পর পর স্টেপ করে স্ক্রিনসুট দিলামএই
মেল গুলি জিমেলের “Trash” বক্সে চলে যাবে যে গুলি ৩০ দিন পর আপনা আপনি একে
বারে ডিলিট হয়ে যাবে।আর এর মধ্যে যদি আপনার কোন দরকারি মেল থাকে সেটা
“Trash” বক্সে গিয়ে “Send to inbox” অপশনে ক্লিক করে ফিরিয়ে আনতে পারবেন।ভালো
থাকুন আর কেমন লাগলো আমার পোস্ট সেটা বলতে ভূলবেন না কারন আপনাদের ভালো
লাগলে আমি উৎসাহিত হবো আর খারাপ লাগলে নিজে ভূল ত্রুটি সুধরে নিবো।